আসসালামু আলাইকুম,, আমি ইন্ডিয়া থেকে আল্লাহর এক নগণ্য বান্দি, অনেক বার অনেক ভাবে ভেবেছি বলবো কিছু কথা কিন্তু এই ভেবে যদি আরশের মালিক লিখে রাখেন তাহলে আমি আপনাকে না জানালেও ঠিক সেটাই হবে, আবার যদি রেপ্লায় না দেন, তাই আর বলিনি,আপনার মা কেও কিছু দিন ফলো করেছিলাম,,যাই হোক একজন নারী সাহাবী রাসূল (সঃ)কে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তাই আমি নিজে জানালাম, জানি না আপনাকে আরো কতো মেয়ে হয়তো বিয়ে করতে চায়,কিন্তু যদি প্রতিবেশী দেশের আমার লেখার কথা কখনও মনে পড়ে তাহলে দোয়া করবেন আল্লাহ যেনো আমাকে সহ সমস্ত উম্মাকে আখেরাত ও দুনিয়ায় কল্যাণ দান করেন,জান্নাতুল ফিরদাউস দান করে,, ' - উম্মাহর জন্য নিজেকে বিলিয়ে দেওয়াটা ' , আপনার এই গুণ টাই সব চেয়ে আমাকে ভাবিয়েছে,আল্লাহ আপনার নেক আশা গুলো কবুল করে নিন,ভুল ক্রুটি মার্জনীয় প্লিজ...
30th January '22
Replies
ওয়ালাইকুমুস সালাম,
আল্লাহ তা'আলা আপনার সহায় হোন।
হিন্দুস্তানের মুসলিমরা তো এখন অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। চেষ্টা করবেন, মুসলিমদের জন্যে আওয়াজ তুলতে অনলাইনে।