আস্সালামু আলাইকুম ভাই। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি হলাম আপনার কাছে যে দোয়া চেয়েছিলাম, তারপর আবার আল্লাহ কবুল করেছেন বলেছিলাম, সেই লোক।
শুনেন, আমি রমজানে দোয়া করা শুরু করি। কিছুদিন পূর্বে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। এমনকি আল্লাহ তায়ালা আমার প্রত্যাশার বেশি দান করেছেন। আমার অর্ধেকদ্বীন পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ।
এখন আবার আপনার পোস্ট টা দেখে দোয়া চাইতে আসলাম। আমাদের জন্য দোয়া করবেন।আমরা যেন জান্নাত পর্যন্ত পৌঁছ যেতে পারি। আর আল্লাহ আমাদের ভুল ত্রুটি মার্জনা করে আমাদের জীবন যেন তার নেয়ামতে পরিপূর্ণ রাখে। আপনার জীবনেও বারাকাহ হোক। আমিন।
18th September '24
Replies
ওয়া আলাইকুমুস্ সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি।
শুনে খুশি হলাম। আপনাদের জন্য অনেক অনেক দু'আ রইল। ফি-আমানিল্লাহ্💚
আমাদের জন্যও দু'আ করবেন। কেমন!