HushUP
M
Muhammad Tamim
@muhammad_tamim

অমর হতে চাই না। মানুষগুলো ক্ষমা করে দিক, দু'আয় স্মরণ রাখুক। ব্যস!
Message Responsibly!
0/1000
Muhammad Tamim's Wall
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন? বিভিন্ন সময় আপনার কাছে হুশাপে দোয়া চাইতাম আপনার কাছে। জানি না হুশাপ এখন চালু আছে কি না! আমি একটু পেরেশানিতে আছি, আমার জন্য কল্যাণ বরকতের, আল্লাহর সাহায্যের দোয়া চাই।
12th November '25

Replies
ওয়া আলাইকুমুস্ সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ আপনার সকল পেরেশানি দূর করে দিন, জীবন কল্যাণ এবং বরকতময় করে দিন। আমীন। দু'আর আবদার...
কেমন আছেন?
10th May '25

Replies
আলহামদুলিল্লাহ ভালো😊 আপনার পরিচয় জানালে ভালো হতো...
আস্সালামু আলাইকুম ভাই। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হলাম আপনার কাছে যে দোয়া চেয়েছিলাম, তারপর আবার আল্লাহ কবুল করেছেন বলেছিলাম, সেই লোক। শুনেন, আমি রমজানে দোয়া করা শুরু করি। কিছুদিন পূর্বে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। এমনকি আল্লাহ তায়ালা আমার প্রত্যাশার বেশি দান করেছেন। আমার অর্ধেকদ্বীন পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন আবার আপনার পোস্ট টা দেখে দোয়া চাইতে আসলাম। আমাদের জন্য দোয়া করবেন।আমরা যেন জান্নাত পর্যন্ত পৌঁছ যেতে পারি। আর আল্লাহ আমাদের ভুল ত্রুটি মার্জনা করে আমাদের জীবন যেন তার নেয়ামতে পরিপূর্ণ রাখে। আপনার জীবনেও বারাকাহ হোক। আমিন।
18th September '24

Replies
ওয়া আলাইকুমুস্ সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। শুনে খুশি হলাম। আপনাদের জন্য অনেক অনেক দু'আ রইল। ফি-আমানিল্লাহ্💚 আমাদের জন্যও দু'আ করবেন। কেমন!
Hushup খোলার কারণ কী? মুমিনের কোনো কাজ ই তো অনর্থক হয় না বা উদ্দেশহীন হয় না।
23rd February '24

Replies
অনেক সময় বিভিন্ন কারণে মানুষকে সংশোধন বা ইসলাহের জন্য আলোচনা-সমালোচনা কিংবা উপদেশের প্রয়োজন পড়ে। আমি যেহেতু মানুষ, অনেক ভুল আমারও হতে পারে, হয়তো বা হয়ও। কিন্তু কিছু কারণবশত সবসময় তা সরাসরি বলা যায় না আবার অনেকে বলতেও পারে না। তাই পরিচয় গোপন রেখে হলেও যেন এখানে আমার সমালোচনা কিংবা উপদেশ দিয়ে আমাকে সংশোধনের চেষ্টা করতে পারে, তা ভেবেই হাশআপে আসা। জাযাকাল্লাহু খইরন।
যে ব্যক্তি সবসময় আল্লাহর তাসবীহ পাঠ করে তার সকল দুশ্চিন্তা দূর হয়ে যায়। যে ব্যক্তি সবসময় আল্লাহ তা'আলার প্রশংসা করে তার জন্য সকল কল্যাণ অবারিত হয়ে যায়। যে ব্যক্তি সবসময় ইস্তিগফার করে তার জন্য সকল বন্ধ দুয়ার খুলে যায়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, আদ দা ওয়াদ দাওয়া – ১৮৭/১৮৮
20th February '24

Replies
জাযাকাল্লাহু খইরন 💚
আসসালামুয়ালাইকুম তামিম ভাই আপনার নাম্বার টা দেওয়া যাবে। আমি রুমান শেখ মালয়েশিয়া থেকে। আমার আগের আইভি থেকে আপনার সাথে যোগাযোগ ছিল।
29th June '23

Replies
ওয়া আলাইকুমুস্ সালাম… আইডির ইনবক্সে নক দিন ইন শা আল্লাহ
আমি জানতাম আপনি প্রথম টুকু পড়ে একটু চিন্তিত হবেন! সেইজন্যই চিন্তা দূর করার জন্য লাস্ট লিখলাম, হাম তুমহারে ভাই 😘
6th December '22

Replies
জাযাকাল্লাহু খইর। ভালোবাসা 💜
আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি! আমি আপনার সাথে জান্নাতের চির সবুজ উদ্যানে হাটতে চাই। আপনার বিনয় নম্রতা। নন মাহরাম এড়িয়ে চলা এগুলো আমাকে মুগ্ধ করেছে। আমি কিনতু আপনার দ্বীনি ভাই। আনা উহিব্বুকা
6th December '22

Replies
সত্যি বলতে এই ম্যাসেজটা দেখে ভীষণ ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম কোনো নন-মাহরাম ম্যাসেজ করেছে। শেষ লাইনটা পড়ে একটু হালকা লাগছে। এভাবে কেউ ম্যাসেজ করে হুঁ! আর এসব কী বলেছেন! যেমনটা বলেছেন, আমি হয়তো বাস্তবে তেমন নই ভাই। তবে চেষ্টা করি এভাবে চলতে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনার আশাগুলোকে কবুল করুন। জান্নাতে আমাদেরকে একত্রিত করুন, কোনো নহরের পাশে আড্ডায় জুড়ে দিন। আল হুব্বু লিল্লাহ প্রিয় ভাই।
আপনার সারল্য মুখখানা আমার মানসপটে ভেসে বেড়াচ্ছে।
6th December '22

Replies
সুবহানআল্লাহ! আমাকে দেখেছেন আপনি? দেখলে, কোথায় দেখেছেন? আর তা সরাসরিই সাক্ষাতে নিশ্চয়! কেননা অনলাইনে কখনোই এমন কোনো ছবি দেইনি, যাতে চেহারা স্পষ্ট! আর সরাসরি দেখা হলেও খুব কম মানুষকেই পরিচয় জানাই। যদিও সেই মানুষটা অনলাইনে খুব বেশি পরিচিত, তাঁর সাথে খুব ভালো সম্পর্ক আছে। এ এক মজার ব্যাপার! দেখা হলে আমি উনাকে চিনব, কিন্তু উনি আমাকে চিনবেন না। যদিও পরিচয় দিলে সাথে সাথেই চিনে ফেলবেন! পরিচয় না জানালে তখন এক অসাধারণ অনুভূতি হয়। দারুণ না ব্যাপারটা? অনলাইনে ছবি না দেওয়ার এও এক উপকারিতা। এই দেখুন! কোথা থেকে কোথায় চলে গেলাম! থাক আর না। আর হ্যাঁ, আপনি কিন্তু উপরের প্রশ্নের উত্তর দিবেন, কেমন! অপেক্ষায় থাকব!
Obydul islam shagor,, ভাইকে বলেন একটা হুশআ্যপ খুলতে। লেখক মানুষ সে- সমালোচনা আলোচনা অনেক কিছুর প্রয়োজন হয়, সামনাসামনি তো বলা যায়না, কিছু কথা পিছন থেকে বলা ভালো তার ভুলও শুধরালো।
22nd October '22

Replies
সবাই তো সবকিছু পছন্দ করেন না। উনিও হয়তো পছন্দ করেন না এসব। আমার নিজেরও তেমন ভালো লাগে না। মাঝে মাঝেই ফিতনা মনে হয়। যেহেতু ভাইয়ের সাথে ভালো সম্পর্ক আছে, তাই বলে দেখতে দোষ নেই। ওনাকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খইর।
ভাই আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য আপনার সরাসরি বসে সবুজ বাগানে কপি খেতে চাই 😋, আর আপনার কণ্ঠে গজল বা কুরআন তেলওয়াত শুনতে চাই
25th August '22

Replies
আল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ করে দিন৷ কবুল করে নিন। ভালোবাসা জানবেন প্রিয় ভাই🌸
আপ্নাকে না দেখেও আপ্নার প্রতি ক্রাশ খাওয়া পাব্লিকদের কি খ্রবর রাখেন😬🥴
24th September '21

Replies
কল্পনা আর বাস্তবতা এক না প্রিয় ভাই। অন্যরা আমার বাইরের রুপটা(হতে পারে অনেক কিছুই) দেখে যা কল্পনা করে, বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীতও হতে পারে। তাই…🙂
আপনার অবিবাহিত বোন আছে?
24th September '21

Replies
অবিবাহিত কেন?! বিবাহিত-অবিবাহিত কোনো বোন'ই নেই আমার। খুব মিস করি…🙂
নজর হেফাজত, কিয়ামুল লাইল, কুরআনের ভাষা আয়ত্ত করিও।ইন শাআল্লাহ রব্বে কারীম মাকামে মাহমুদে পৌঁছে দিবেন।
23rd September '21

Replies
জাযাকাল্লাহু খইর প্রিয় ভাই🖤
প্রিয় ভাই, আল্লাহ তোমার উপর অশেষ রহম বর্ষন করুন। তোমার অসিলায় আমাকেও রহমতের ছোঁয়া পেতে দিন। তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। এই ভালোবাসা সংরক্ষনের দায়িত্ব আল্লাহ। এবং আল্লাহ‌ই এর প্রতিদান দিবেন। আল্লাহ তোমাকে এবং আমাকে জান্নাতের আনন্দময় সমাবেশে একত্রিত হ‌ওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া মুজিবু।
8th June '21

Replies
আল্লাহ কবুল করুন প্রিয় ভাই। দু'আয় স্মরণ রাখবেন ইন শা আল্লাহ। উহিব্বুকা ফিল্লাহ্💟