শিক্ষক বাবার সমতুল্য এই পোস্ট টা দেখে আজ আমার এক তিক্ত অভিজ্ঞতার কথা মনে পড়ে গেলো,,
ক্লাস ৯ পড়তাম তখন বাসা থেকে একটু দূরে কোচিং করতে যেতাম,, উল্লেখ্য যে আমার সেই শিক্ষক অবিবাহিত ছিলো,,,,
ফিতনায় না জড়াতে হয় তারজন্য কাকা বলে ডাকতাম,, সে-ও সবসময় আম্মু বলে ডাকতো আমায়,,,
আমি পড়াশোনার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম ক্লাসে ফাস্ট ছিলাম,,, তাই সবাই ভালোবাসতো,,,,,,,
কিন্তু এই আম্মুর মধ্যেই যে জঘন্য নোংরা একটা অনুভূতি তা বুঝিনি তখনও,,,,,
খুব সম্ভবত সেইদিন ২৮ রোযা ছিলো কোচিং গেছিলাম সবার আগে,,, পদার্থ একটা অংক বুঝতে না পারায় বুঝাই দিতে বলছিলাম ,, কাকাও বুঝিয়ে দিলো আর শেষ যেই ঘটনাটা ঘটলো সে আমার পিঠে এতো বাজে ভাবে স্পর্শ করে যে,, আমি এর আগে কখনো এমন কারুর স্পর্শ পাইনি💔,,
সেই এতোটাই বাজে জঘন্য ভাবে স্পর্শ করার পর আমারে বলে যে ""আম্মু"" বুঝেছিস তো,,,
তখন নিজেরে সামালো খুব মুশকিল ছিলো,,,
সে আমারে "" আম্মু"" বললো কিন্তু এই জঘন্য নোংরা স্পর্শ,, আহা😭😭,,
পরবর্তীতে কোচিং ছেড়ে দিই,, শিক্ষক কখনো বাবার সমতুল্য হতে পারেনা,,,
সে বর্তমানে আমার একি বান্ধুবির সাথে এখন বিয়ে করে সংসার করছে
2nd March '23