অভিযোগ উঠেছে কিছু রাকীর ম্যাল প্রাকটিস,ক্ষতিকর ভিনেগার লবনপানি অতিমাত্রায় খাওয়ানো,নারীদের বেড টাচ,মধ্যরাতে বেগানা নারীর সাথে হাসা তামাসা সহ ইত্যাদি।
আপনি বহু বছর থেকেই বলে যাচ্ছিলেন।যোগ হলো ইরফান,মাহমুদ,মুরতজা,আর তাদের কয়টা রোগী শিফা,জান্নাত আর যেনো কে কে।তো ২য় ধরে নিলাম এরা সবাই ইরফান গ্যাং ফাহাদদের সাথে পারসোনাল শত্রতা।ধরলাম ইরফান মিয়া প্রেম করে বিয়ে করছে আর তার বিয়ের ইস্যু তে সে তাদের উপর ক্ষেপে তাদের বিরুদ্ধে বলছে।তাদের অসৎ উদ্দ্যেশ্য ছিলো
কিন্তু.....তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা কি নতুন?তা কি মিথ্যা?তাদের মধ্য রাতে নারীদের সাথে আলাপ ইসলামে জায়েজ??
ইরফান গ্যং ধরলাম খুবি খারাপ।তার প্রেমের কাহিনী আমরা শুনে কি করবো?আমারা তো চাই অতি লবন পানি খাওয়ানো বন্ধ হোক।জোরে মারপিট বন্ধ হোক।পেটের উপর দাঁড়ানো,তলপেটে মাইক লাগিয়ে তেলোয়াত,রোগীদের সাথে লুচি মার্কা হাসি তামাসা,চ্যাট ফাত্রামী,অধিক ফি এসব বন্ধ হোক।
এসবের সাথে ইরফান,মূর্তজা,শিফা ইত্যাদি খারাপ,জীনে অবস করে রাখছে,এইসবের লেনাদেনা নাই।আহ বাঙ্গালী সব সময় মাছ দিয়ে শাক ঢাকতে চায়
18th January '23